শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদকসহ ১০ জন রিমান্ডে

স্টাফ রিপোর্টার : গার্মেন্টস শ্রমিকদের উসকানি দেয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ খান, সহকারী সাধারণ সম্পাদক লস্কর মুহাম্মদ তসলিমসহ নয় জনের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব প্রত্যেকের বিরুদ্ধে পাঁচ দিন করে রিমান্ড আদেশ দেন।

অপর আসামীরা হলেন-শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম, এডভোকেট জাকির হোসাইন, আবুল হাসেম, শফিকুল ইসলাম, তানভীর আহম্মেদ, বশির উদ্দিন, আব্দুস সালাম ও মশিউর রহমান খান।

গত মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে রমনা থানা পুলিশ। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে রমনা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ